দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২০
০৮:১১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২২, ২০২০
১১:০৬ অপরাহ্ন
প্রদীপ পাল
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে এক কিশোরী (১২) ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত প্রদীপ পালকে (৩২) আটক করেছে পুলিশ। প্রদীপ পাল কান্দিগাঁও গ্রামের মৃত শচীন্দ্র পালের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম তালুকদার জানান, ভুক্তভোগীর বাবা ও ভাই গতকাল শনিবার (২১ নভেম্বর) সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে গেলে এবং ভিকটিমের মা পার্শ্ববর্তী মাঠে লাকড়ি সংগ্রহের কাজে গেলে প্রতিবেশী প্রদীপ পাল বেলা ২টার দিকে ভুক্তভোগী কিশোরীকে তার বসতঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই কিশোরীর চিৎকারে তার মাসহ আশেপাশের লোকজন ছুটে এলে প্রদীপ পাল দৌড়ে পালিয়ে যান।
আজ রবিবার (২২ নভেম্বর) সকালে ভুক্তভোগী কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক প্রদীপ পালকে আটক করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এসটি/বিএন-০১/আরআর-০১