মেসির ৮০০তম ম্যাচে বার্সেলোনার হার

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২০
০৭:০৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২০
০৭:০৫ অপরাহ্ন



মেসির ৮০০তম ম্যাচে বার্সেলোনার হার

হারের পর অ্যাটলেটিকোর খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাচ্ছেন হতাশ মেসি।


আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি বার্সেলোনার হয়ে প্রীতি ও সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০০তম ম্যাচ খেলেন শনিবার রাতে। এমন মাইলকফলকের ম্যাচটি রাঙাতে পারেননি তিনি। ১-০ ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারে কাতালান জায়ান্টরা। এর মধ্যে বার্সার জন্য দুঃসংবাদ হলো, হাঁটুতে চোট পেয়েছেন জেরার্ড পিকে। ম্যাচের ৬২ মিনিটে মাঠ ছাড়তে হয় স্প্যানিশ ডিফেন্ডারকে। ধারণা করা হচ্ছে, লম্বা সময় তাকে মাঠের বাইরে থাকতে হবে। তার পরিবর্তে মাঠে নামেন সের্জিনো ডেস্ত। তার আগে পেদ্রির বদলি হিসেবে মাঠে নামেন ফিলিপে কৌতিনহোও। কিন্তু তাতেও সমতায় ফিরতে পারেনি রোনাল্ড কোম্যানের শিষ্যরা।  
তবে কয়েকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি লিওনেল মেসি। নিজেদের রক্ষণভাগ আগলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো।
এএন/০৩