হবিগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২৩, ২০২০
১১:৫২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৩, ২০২০
১১:৫২ পূর্বাহ্ন
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন লিয়াকত ফার্মেসিতে ওষুধের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগে ওই ফার্মেসির মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় লিয়াকত ফার্মেসিতে এক ক্রেতার কাছ থেকে ওষুধের অতিরিক্ত মূল্য রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে হাসপাতাল গেট এলাকার সকল ফার্মেসি মালিকদের সর্তক করে দেওয়া হয়। অভিযানে সহযোগিতা করে সদর থানার এসআই অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে একদল পুলিশ।
এসআর/আরআর-০৬