লেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে লিভারপুল

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৩, ২০২০
০৮:১৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২০
০৮:১৭ অপরাহ্ন



লেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে লিভারপুল


ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লেস্টার সিটিকে। রবিবার রাতে এ জয়ে দারুণ রেকর্ড গড়েছে লিভারপুল। ঘরের মাঠে টানা ৬৪ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল তারা। এর আগে ১৯৮১ সালে টানা ৬৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডের সমাপ্তি ঘটেছিল লেস্টারের কাছে হেরে। দলটির সামনে এবারো সুযোগ ছিল লিভারপুলের রেকর্ড আটকে দেয়ার। সে সুযোগ দেয়নি ইয়ুর্গেন ক্লপের দল।

আগে থেকেই মাঠের বাইরে ভার্জিল ভ্যান ডাইক। এই ম্যাচে ছিলেন না অধিনায়ক জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড, মোহামেদ সালাহ ও জো গোমেজ।
প্রথম একাদশের গুরুত্বপূর্ণ সদস্যদের অভাব বুঝতে দেননি অন্যরা। প্রথম ১৫ মিনিটে তিনটি গোলের সুযোগ হাতছাড়া করা লিভারপুল এগিয়ে যায় আত্মঘাতী গোলে। ২১তম মিনিটে কর্ণার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে জড়িয়ে দেন লেস্টার ডিফেন্ডার জনি ইভান্স। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোতা।
৮৬ মিনিটে রবার্তো ফিরমিনোর গোলে বড় জয় নিশ্চিত হয় লিভারপুলের।

৯ ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ২০। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে টটেনহ্যাম হটস্পার। ১৮ পয়েন্ট নিয়ে চেলসি তিনে ও লেস্টার চারে আছে।
এএন/০২