আইপিএলে আয় ৪ হাজার ৬০০ কোটি টাকা!

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৩, ২০২০
০৮:৩২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২০
০৮:৩২ অপরাহ্ন



আইপিএলে আয় ৪ হাজার ৬০০ কোটি টাকা!


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজন করে ৪ হাজার কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ হাজার ৬০০ কোটি টাকা) আয় করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।  শুধু তাই নয়, গত বারের তুলনায় এবার টিভি দর্শকের সংখ্যাও বেড়েছে ২৫ শতাংশ। আইপিএলের এবারের আসরটি আয়োজন করা হয়েছিল আরব আমিরাতে। মার্চে শুরু হওয়ার কথা থাকলেও করোনার কারণে আইপিএলের আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয় আইপিএল। এদিন মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার উদ্বোধনী ম্যাচে টিভি দর্শকের সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ডকে।

বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুন ধুমাল জানিয়েছেন, ‘গত আইপিএলের তুলনায় এবার ৩৫ শতাংশ খরচ কমাতে পেরেছে বোর্ড। আইপিএল আয়োজনের ব্যাপারে যারা আমাদের প্রতি সংশয় প্রকাশ করেছিল, তারাই এসে ধন্যবাদ জানিয়ে গেছে। আইপিএল যদি না হতো, ক্রিকেটাররা একটা বছর হারিয়ে ফেলত। আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতো।’
এএন/০৪