বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর রোমাঞ্চকর জয়

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৪, ২০২০
০৭:৪৮ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৪, ২০২০
০৭:৪৯ অপরাহ্ন



বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে রাজশাহীর রোমাঞ্চকর জয়


বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ২ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
আজ মঙ্গলবার ঢাকার মিরপুর শেলে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করে শেখ মেহেদী হাসান আর নুরুল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ১৬৯ রানের পুঁজি পেয়েছিল রাজশাহী। তবু লক্ষ্যটা ছিল বেক্সিমকো ঢাকার নাগালেই। রান তাড়ায় শুরুতেই বিপাকে পড়া দলকে ঠিক পথেও রেখেছিলেন মুশফিকুর রহিম আর আকবর আলি। কিন্তু কাজটা শেষ করতে পারেননি তারা। শেষ দিকে মুক্তার আলি ঝড় তুলে খেলা নিয়ে এসেছিলেন হাতে। পরে অবশ্য তিনিই হয়েছেন খলনায়ক।

শেষ দুই ওভারে ঢাকার দরকার ছিল ৩০ রান। ফরহাদ রেজার ১৯তম ওভারে তিন ছয়ে ২১ রান তুলে ফেলেন আগে বল হাতে আলো ছড়ানো মুক্তার। শেষ ওভারে দরকার দাঁড়ায় কেবল ৯ রান। শেখ মেহেদীর ওভারে ওই রানও নিতে পারেননি মুক্তার। কাজে লাগাতে পারেননি ফ্রি-হিটের সুযোগও। সবমিলিয়ে মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম ম্যাচেই ছড়িয়েছে তীব্র রোমাঞ্চ। তাতে ২ রানে জিতেছে নামে-ভারে পিছিয়ে থাকা রাজশাহী।

সংক্ষিপ্ত স্কোর:
মিনিস্টার গ্রুপ রাজশাহী: ২০ ওভারে ১৬৯/৯ (শান্ত ১৭, ইমন ৩৫, রনি ৬, আশরাফুল ৫, ফজলে মাহমুদ ০, নুরুল ৩৯, শেখ মেহেদী ৫০, ফরহাদ ১১*, আরাফাত ০, মুগ্ধ ০, ইবাদত ০*; রুবেল ০/২৯, মেহেদী রানা ১/৩১, নাসুম ১/৪১, মুক্তার ৩/২২, নাঈম ১/৩২, সাব্বির ০/১১)
বেক্সিমকো ঢাকা: ২০ ওভারে ১৬৭/৫ (তানজিদ ১৮, ইয়াসির ৯, নাঈম ২৬, মুশফিক ৪১, আকবর ৩৪, সাব্বির ৫*, মুক্তার ২৭*; শেখ মেহেদী ১/২২, ইবাদত ১/৩৬, মুকিদুল ০/৩৫, আরাফাত ১/৩৮, ফরহাদ ১/৩৩)

এএন/০১