সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৪, ২০২০
১২:৩৮ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৪, ২০২০
১২:৩৮ অপরাহ্ন
আগামী জানুয়ারিতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সফরের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সিরিজ আয়োজনের কার্যক্রম এগিয়ে চলেছে। আজ মঙ্গলবার বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান জানালেন, জানুয়ারির সফরের আগে বাংলাদেশে দুই সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।
আকরাম খান সাংবাদিকদের বলেন, ‘২৮ নভেম্বর ওদের দুজন পর্যবেক্ষক আসবেন। একজন স্বাস্থ্য ও আরেকজন নিরাপত্তা বিভাগের। তাঁরা সফরের দুই ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম ঘুরে দেখবেন। পর্যবেক্ষণের পর তাঁরা তাঁদের রিপোর্ট দেবেন। এ বিষয়ে আমরা অনেকটা এগিয়েছি। সিরিজ হওয়ার ব্যাপারে আমরা খুবই আশাবাদী।’
ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের শুরুতে থাকবে ওয়ানডে সিরিজ, মাঝে টি-টোয়েন্টি আর শেষে টেস্ট সিরিজ। কোভিড পরিস্থিতিতে লম্বা সফর কঠিন হয়ে যাবে বলে এরই মধ্যে ক্যারিবীয়রা সফরের দৈর্ঘ্য কমানোর প্রস্তাব দিয়েছে। সে ক্ষেত্রে তিন টেস্টের জায়গায় হতে পারে দুই টেস্ট। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
এএন/০২