রাতে মাঠে নামবে চ্যাম্পিয়ন বায়ার্ন, লিভারপুল, রিয়াল মাদ্রিদ

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৫, ২০২০
০৬:২০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৫, ২০২০
০৬:২১ অপরাহ্ন



রাতে মাঠে নামবে চ্যাম্পিয়ন বায়ার্ন, লিভারপুল, রিয়াল মাদ্রিদ


আজ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মত জায়ান্টরা। যেখানে গ্রুপ বি’র বিগ ম্যাচে রাত ২টায় ইন্টার মিলানের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ।

গ্রুপ বি’তে তিন ম্যাচে একটি করে জয় তিন দলের। শীর্ষ দল বরুশিয়া মুনশেনগ্লাডবাখের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ। আর জয়হীন ইন্টার মিলান সবার তলানিতে। তাইতো এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ন দুই দলের জন্য।
চার নভেম্বর ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে ইন্টারকে ৩-২ গোলে হারিয়েছিলো জিদানের মাদ্রিদ। এই ম্যাচে চোটের কারণে অধিনায়ক রামোসকে পাবে না ব্লাঙ্কোসরা। তবে করোনা মুক্ত হয়ে ফিরেছেন ক্যাসেমিরো।

অন্যদিকে ইন্টার মিলানের বড় কোন তারকার চোট সমস্যা নেই। তবে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন মার্সেলো ব্রোজোভিচ, আলেকজেন্ডার কোলারভ ও ড্যানিয়েল প্যাডেলি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগ : টেন ২, সনি সিক্স, টেন ৩
অলিম্পিয়াকোস-ম্যানচেস্টার সিটি, রাত ১১.৫৫ মিনিট
মনশেনগ্লাডবাখ-শাখতার দোনেৎস্ক, রাত ১১.৫৫ মিনিট
ইন্টার মিলান-রিয়াল মাদ্রিদ, রাত ২টা
লিভারপুল-আতালান্ত, রাত ২টা
বায়ার্ন মিউনিখ-সালজবার্গ, রাত ২টা
অ্যাতলেটিকো মাদ্রিদ-লোকোমোটিভ মস্কো, রাত ২টা

এএন/০৩