সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৫, ২০২০
১১:৪৫ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
১১:৪৫ অপরাহ্ন
চ্যাম্পিয়নস লিগের ‘জি’ গ্রুপে ঘরের মাঠে ফেরেন্সভারোসের বিপক্ষে খেলে রোনালদোর জুভেন্টাস। প্রথমার্ধে পিছিয়েও পড়ে রোনালদোরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে শেষ ষোলয় খেলা নিশ্চিত করে জুভেন্টাস।
ম্যাচে মির্তো উজিনির গোলে পিছিয়ে পড়া জুভেন্টাসকে দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরান রোনালদো। পরে শেষ সময়ে জয়সূচক গোল করেন মোরাতা।
ম্যাচের ১৯ মিনিটে প্রথম গোল হজম করে জুভেন্টাস। আলবেনিয়ার ফরোয়ার্ড উজিনি কোনাকুনি ভলিতে জুভেন্টাস গোলরক্ষককে পরাস্ত করেন ।
হুয়ান কুয়াদরাদোর ছোট পাস ধরে খানিকটা আড়াআড়ি গিয়ে বাঁ পায়ের জোরালো শটে করা রোনালদোর গোলে সমতা ফিরে। প্রতিযোগিতায় রেকর্ড গোলদাতার আসরে এটি প্রথম গোল, মোট ১৩১টি। ম্যাচের শেষ সময়ে জয়সূচক গোল করেন মোরাতা।
এএন/০৫