সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৫, ২০২০
১০:৫২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৫, ২০২০
১০:৫২ পূর্বাহ্ন
করোনামুক্ত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
আজ বুধবার বাশার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার (২৪ নভেম্বর) করোনা টেস্ট করানোর পর আজ ফলাফল নেগেটিভ এসেছে। তবে ফের একবার ফুসফুসে সংক্রমণের পরীক্ষা করিয়েছেন তিনি, যার ফলাফল হাতে পাবেন আগামীকাল।
গত ১২ নভেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন বাশার। কয়েকদিন পর জটিলতা বাড়লে পরীক্ষা করিয়ে গত ১৬ নভেম্বর চিকিৎসকের কাছে গেলে জানা যায় তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। যার কারণে দেরি না করে চিকিৎসকের পরামর্শে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক অধিনায়ক।
এএন/০৬