ম্যানইউর দাপুটে জয়, নকআউট পর্বে চেলসি

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৬, ২০২০
১২:১২ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২০
১২:১২ পূর্বাহ্ন



ম্যানইউর দাপুটে জয়, নকআউট পর্বে চেলসি


দুই ম্যাচ হাতে রেখে ‘ই’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে চেলসি। গত রাতে ব্লুজরা ২-১ ব্যবধানে হারিয়েছে ফরাসি ক্লাব রেনেকে।
 
প্রতিপক্ষের মাঠে ২২ মিনিটে চেলসিকে এগিয়ে দেন কালাম হাডসন-ওডোই। রেনে সমতায় ফেরে ৮৫ মিনিটে। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দল জয়সূচক গোল পায় ম্যাচের অন্তিম মুহূর্তে। অতিরিক্ত প্রথম মিনিটে অলিভিয়ের জিরোর হেডে তিন পয়েন্ট নিশ্চিত হয় চেলসির।  

নকআউট পর্ব নিশ্চিত না হলেও দাপুটে জয় পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে তুরস্কের ক্লাব ইস্তানবুল বাসাকসেহিরকে ৪-১ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা। অপর গোল দুটি করেন রাশফোর্ড ও জেমস।  

এই জয়ে নকআউট পর্বের খুব কাছাকাছি চলে এসছে ওলে গানার সুলশারের দল। ‘এইচ’ গ্রুপে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইউনাইটেড।  
এএন/০৭