খেলা ডেস্ক
নভেম্বর ২৬, ২০২০
০৪:৪২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২০
০৪:৫৫ পূর্বাহ্ন
কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার ম্যরাাডোনা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (২৫ নভেম্বর) তিগ্রে-তে নিজ বাসায় মারা যান ম্যারাডোনা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ডেইলি মেইল।
দুই সপ্তাহ আগে চিকিৎসা শেষে নিজের বাসায় ফেরেন আর্জেন্টাইন এ কিংবদন্তি ফুটবলার। বুয়েনস এইরেসের হাসপাতালে তাঁর মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। মস্তিষ্কে জমাট বেঁধে থাকা রক্ত (ক্লট) অপসারণ করা হয়েছিল। তখন মাদকাসক্তি নিয়ে ভীষণ সমস্যায় ভুগেছেন ম্যারাডোনা।
১৯৮৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে প্রায় একাই শিরোপা জেতানো ছাড়াও ইতালিয়ান ক্লাব নাপোলির হয়ে স্মরণীয় মৌসুম উপহার দিয়েছেন ম্যারাডোনা। নাপোলিকে দুবার সিরি ‘আ’ ও উয়েফা কাপ জিতিয়েছেন ‘ফুটবল ঈশ্বর’। খেলেছেন বোকা জুনিয়র্স ও বার্সেলোনায়।
বিএ-১০