সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ২৬, ২০২০
০৬:৩১ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ২৬, ২০২০
০৬:৩৪ অপরাহ্ন
সাবেক ফুটবল তারকা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন।
গত কয়েক দিন যাবত কাশি হচ্ছিল তার, সেই সঙ্গে ছিল ঠান্ডার অন্যান্য সমস্যা। করোনার শঙ্কা নিয়ে মঙ্গলবার পরীক্ষা করান। পরদিন কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে।
সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
অবশ্য করোনা পজিটিভ হওয়ার আগেই বাফুফে সভাপতি তার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন সংবাদমাধ্যমকে। মঙ্গলবার বিকেলে বাফুফে ভবনে বলেছিলেন, “আমার শরীরটা ভালো যাচ্ছে না। করোনা পরীক্ষা করতে দিয়েছি। ফল এখনো হাতে পাইনি।”
আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের। ম্যাচটি দেখতে কাতার যাওয়ার কথা সালাউদ্দিনের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তার যাওয়ার বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সেখানে বিশ্বকাপের ম্যাচ দেখা ছাড়াও কাতারের সঙ্গে ‘সমঝোতা চুক্তি’ করার কথা ছিল। মঙ্গলবার তিনি বলেছিলেন, “শরীরের ওপর নির্ভর করবে কাতার যেতে পারবো কি-না।”
কাজী সালাউদ্দিন টানা চতুর্থবারের মতো বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন।
বি এন-৩