ঢাকার পর খুলনাকে হারাল চট্টগ্রাম

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৮, ২০২০
০৯:৩০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৮, ২০২০
০৯:৩০ অপরাহ্ন



ঢাকার পর খুলনাকে হারাল চট্টগ্রাম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ঢাকার পর চট্টগ্রামের সামনে দাঁড়াতেই পারেনি খুলনা। খাতায়-কলমে বড় দুই দলকে প্রথম দুই ম্যাচেই একশোর নিচে গুটিয়ে দিয়ে তুলে নেয় বড় জয়।
দুই ম্যাচেই দেখা গেছে গাজী গ্রুপ চট্টগ্রামের সম্মিলিত পারফরম্যান্স। বড় কোন টুর্নামেন্টে নতুন অধিনায়কত্ব পাওয়া মোহাম্মদ মিঠুনকে দেখা গেছে তৎপর। বোলারদের ব্যবহার করা, ফিল্ডিং সাজানোয় আলাদা নজর কেড়েছেন তিনি। জেমকন খুলনাকে হারাতে ফিফটি করে আসা লিটন দাসও করলেন অধিনায়কের প্রশংসা।

শনিবার ফেভারিট তকমা থাকা খুলনাকে মাত্র ৮৬ রানে গুটিয়ে দেয় চট্টগ্রাম। লিটনের নান্দনিক ব্যাটে ওই রান পরে তারা ১ উইকেট হারিয়েই তুলে নেয় ৯ উইকেটের জয়। দুই ম্যাচ পর আছে টেবিলের শীর্ষে।

আজ শনিবার টস জিতে আগে ফিল্ডিংয়ে গিয়ে শুরু থেকেই খুলনাকে চেপে ধরে চট্টগ্রাম। ঝুলিতে থাকা অস্ত্র দারুণভাবে ব্যবহার করেন মিঠুন। অনিয়মিত অফ স্পিনার নাহিদুল ইসলামকে দিয়ে আনেন শুরুর সাফল্য। পরে মোস্তাফিজুর রহমান ছেঁটে ফেলেন বাকিটা।

৪৬ বলে ৫৩ রান করে ম্যাচ জিতিয়ে আসা লিটন মনে করেন প্রতিপক্ষকে কম রানে আটকে দেওয়ায় বাহবা পেতে পারেন তাদের অধিনায়কও, ‘আমার কাছে খুব ভাল লেগেছে যে যখন বল করেছে দায়িত্ব নিয়ে করেছে। আর অধিনায়কের মুভমেন্টগুলো খুব ভাল ছিল, মানে  কে কখন বল করবে, কোন জায়গা থেকে করবে এসব। যদি দেখেন ফিল্ডিংও ভাল ছিল। সব মিলিয়ে দল হিসেবে ভাল খেলা হয়েছে।’
এএন/০১