শায়েস্তাগঞ্জে রেলওয়ের কর্মকর্তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২৯, ২০২০
০৫:৩৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২০
০৭:৩০ অপরাহ্ন



শায়েস্তাগঞ্জে রেলওয়ের কর্মকর্তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলার নসরতপুর রেললাইন থেকে দু'টি বিশাল গাছ বন বিভাগের অনুমতি ছাড়াই কেটে ফেলার অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ রেলওয়ের উর্ধ্বতন উপ-প্রকৌশলী (পথ) মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। 

জানা গেছে, গতকাল শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় নসরতপুর রেললাইনের পাশে বেড়ে ওঠা অনেক পুরোনো দু'টি আকাশি গাছ লোক লাগিয়ে কেটে স’মিলে পাঠিয়েছেন সাইফুল ইসলাম। স্থানীয় সূত্রে জানা যায়, এই গাছ দু'টি সাইফুল ইসলাম চড়া দামে বিক্রি করে দিয়েছেন।

এদিকে কোনোরকম অনুমতি না নিয়ে ব্যক্তিস্বার্থে গাছ কাটায় এলাকায় এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। নিয়মানুযায়ী সরকারি কোনো পুরোনো গাছ কাটতে হলে বন বিভাগ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এই দু'টি গাছ কাটার বিষয়ে বন বিভাগ অবগত নয়। 

হবিগঞ্জ জেলার সহকারী বন সংরক্ষক মো. মারুফ হোসেন বলেন, ‘আমি ট্রেনিংয়ের কাজে বাইরে আছি। খুব সম্ভবত আমরা এরকম কোনো নির্দেশনা দেইনি। তবে শায়েস্তাগঞ্জের রেঞ্জ অফিসার বিষয়টি নিশ্চিত করে বলতে পারবেন।’ 

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জের রেঞ্জ অফিসার আব্দুল খালেক বলেন, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমাদের পক্ষ থেকে গাছ কাটার জন্য কোনো নির্দেশনাও দেওয়া হয়নি।’

অভিযুক্ত রেলওয়ে কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘গাছগুলো মারা গেছে, আমার কাছে ছবি আছে। আমি রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মৌখিকভাবে কথা বলেই গাছ কেটেছি। এই গাছ কেটে রেলের ব্রিজে লাগানো হবে।’

গাছ কাটার জন্য বন বিভাগের কোনো অনুমতি আছে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এই গাছগুলো তো বন বিভাগের নয়। এই গাছ সাধারণ মানুষ লাগিয়েছে। তাই বন বিভাগের অনুমতি নেওয়ার প্রশ্নই আসে না। গাছ কেটেছে, এলাকার লোকজন দেখেছে, তারাই গাছের ডাল-পালা নিয়ে গেছে।’

গাছ স'মিলে বিক্রি করার ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, ‘গাছ আমি বিক্রি করব কেন? গাছ না কাটলে রেলের কাজে ব্যবহার করব কিভাবে?’

উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে অলিপুরে রেলের পাশে কয়েকশ ফলদ গাছ কেটে আবারও সমালোচনার মুখোমুখি হয়েছিলেন এই রেলওয়ে কর্মকর্তা।  তার বিরুদ্ধে স্থানীয় মানুষের একাধিক অভিযোগও রয়েছে।

 

এসডি/বিএন-০৮/আরআর-০৬