করোনা সচেতনতায় জুমার খুতবায় বক্তব্য দিন

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ৩০, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন


আপডেট : নভেম্বর ৩০, ২০২০
০১:০৩ পূর্বাহ্ন



করোনা সচেতনতায় জুমার খুতবায় বক্তব্য দিন
ইমামদের উদ্দেশে বিভাগীয় কমিশনার

‘ইসলাম পারলৌকিক মুক্তির পাশাপাশি ইহলৌকিক সাফল্যের দিকনির্দেশনা দিয়েছে। ইমামবৃন্দ সমাজের সকলের কাছে আস্থাভাজন, তাই ইমামবৃন্দকে পার্থিব বিষয়ে সুশৃংখল ও সৎ মানুষ গড়ে তুলতে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। করোনা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সকলেই যাতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে সে বিষয়ে জুমার খুতবায় বিশেষ বয়ান রাখতে হবে।’ 

রবিবার (২৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশন মিলনায়াতনে ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মো.মশিউর রহমান এ কথা বলেন। মশিউর রহমান বলেন, ‘সরকার করোনা প্রতিরোধ বিশেষত ভ্যাকসিন ক্রয়ের ব্যাপারে বিশেষ উদ্যোগ নিয়েছে। সমাজে সন্ত্রাস-জঙ্গিবাদ যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে বিশেষ নজর রাখার পাশাপাশি রাষ্ট্রের বৈধ আদেশ পালনে জনসচেতনতা গড়ে তুলতে হবে, তা ছাড়া বর্তমান সময়ে করোনা সচেতনতায় ইমামদের আরও ব্যাপক ভূমিকা পালন করতে হবে।’

ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও কৃষিবিদ মোহাম্মদ মোশারফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, কৃষিবিদ আনোয়ারুল কাদির, ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক জুবাইর আাহাম্মদ। পরে দেশ জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মঈন উদ্দিন ।

বিএ-০২