রেলের সব টিকেট দুই মিনিটে শেষ হয়ে যায়, এটা মানা যায় না: সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৪, ২০২৫
০৭:৩৯ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৪, ২০২৫
০৭:৩৯ অপরাহ্ন



রেলের সব টিকেট দুই মিনিটে শেষ হয়ে যায়, এটা মানা যায় না: সারওয়ার আলম


সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘অনলাইনে রেলের টিকেট ছাড়ার ২ থেকে ৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না।’ এসময় তিনি বলেন, ‘রেলে একজনের টিকিটে আরেকজন ভ্রমণ করতে পারবেন না।’

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে সিলেট রেলওয়ে স্টেশনে ঝটিকা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেনসিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। 

ঢাকা-সিলেট সড়ক সংস্কার, রেলপথ উন্নয়ন, রেলের টিকেট কালোবাজারি বন্ধের দাবিতে সিলেটে অনশনরত তরুণ আব্দুল্লাহ আল মামুনের ৫৬ ঘণ্টার অনশন গত শনিবার ভাঙান তিনি। ওই সময় তাকে দেওয়া প্রতিশ্রুতির তিনদিনের মাথায় আজ সিলেট রেলওয়ে স্টেশনে ঝটিকা পরিদর্শন করেন তিনি।

 জেলা প্রশাসক সরাওয়ার আলম বলেন, ‘রেলে একজনের টিকিটে আরেকজন ভ্রমণ করতে না দিলে কালোবাজারিরা আর টিকিট বিক্রি করতে পারবে না। রেলের কালোবাজারি থামাতে হলে এ নিয়ম করতে হবে।’ 

তিনি বলেন, ‘যখন আরেকজনের নামে টিকিট দিয়ে কেউ ভ্রমণ করতে চাইবেন, তাকে ভ্রমণ করতে না দিয়ে ফিরিয়ে দিলে প্রথম অবস্থায় হয়তো অনেকের কষ্ট হবে, তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যদি এই নিয়মের কড়াকড়ি হয়, তখন কালোবাজারিরা টিকিট বিক্রি করতে পারবে না। আর টিকিটে লেখাও আছে, একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করতে পারবেন না।’

তিনি বলেন, ‘এই রেলস্টেশন থেকে খুব কম টিকিট বিক্রি হয়। বেশিরভাগই অন্যান্য স্থান থেকে ও অনলাইনে বিক্রি হয়ে যায়। ফলে টিকিট কালোবাজারিটা আসলে কোথায় হচ্ছে তা খতিয়ে দেখতে হবে।’ 

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অনলাইনে রেলের টিকিট আসার ২ থেকে ৫ মিনিটের মধ্যে সব টিকিট শেষ হয়ে যাবে, এটা মেনে নেওয়া যায় না। এতে নিশ্চয়ই কারসাজি আছে। এর সঙ্গে কারা কারা জড়িত তা খতিয়ে দেখছি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অনলাইন টিকিটের বিকল্প ব্যবস্থারও চিন্তা করতে হবে।’

জেলা প্রশাসক বলেন, ‘জাতীয় পরিচয়পত্র বহনকারী ব্যক্তি ছাড়া কোনোভাবেই যেন অন্য কারো নামে টিকিট না দেওয়া হয়। এজন্য পুলিশের দায়িত্বে যারা আছেন, তাদের সঙ্গেও কথা বলব।’ 

তিনি বলেন, ‘এখন ঢাকা-সিলেট মহাসড়কের কাজ চলছে, যে কারণে বিপুলসংখ্যক মানুষ রেলপথে ভ্রমণ করছেন। দিনে ও রাতে তারা যেন নিচ্ছিদ্র নিরাপত্তায় রেলে ভ্রমণ করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।’

রেলস্টেশনকেন্দ্রিক অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড করে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, ‘সিলেট মহানগর পুলিশ কমিশনার এ নিয়ে কাজ করছেন। সিএনজিচালিত অটোরিকশার ভাড়া কোন জায়গায় কত টাকা হবে, তা নির্ধারণ করে দেওয়া হবে। এটা নির্ধারণ করার পর কেউ বেশি নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি আরো বলেন, ‘রেলের জায়গা অবৈধভাবে দখলে রয়েছে। এসব স্থাপনা কিছুদিনের মধ্যে উচ্ছেদ করা হবে।’


এএফ/০২