চট্টগ্রাম বন্দর লিজ ও শিক্ষকদের নির্যাতনের প্রতিবাদে বাসদের প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১৪, ২০২৫
০৮:০৫ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৫, ২০২৫
০৩:১৪ অপরাহ্ন



চট্টগ্রাম বন্দর লিজ ও শিক্ষকদের নির্যাতনের প্রতিবাদে বাসদের প্রতিবাদ সমাবেশ


‘চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়া, ঢাকায় শিক্ষকদের উপর পুলিশী নির্যাতন ও বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিলেটের আম্বরখানায় দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাসদ জেলা কমিটির সদস্য নাজিকুল ইসলাম রানার সভাপতিত্বে ও মামুন বেপারীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বাসদ সিলেট জেলার নেতা উজ্জ্বল রায়, বাসদ সিলেট জেলার সদস্য ও পেশাজীবি ফোরাম নেতা জুবায়ের আহমদ চৌধুরী, শ্রমিক নেতা মঞ্জুর আহমদ। 

সমাবেশে বক্তারা বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বন্দর ইজারা দেয়ার বর্তমান ইন্টেরিম সরকারের পরিকল্পনা দেশের মানুষের গলায় ফাঁস দেয়ার সামিল। বন্দর ব্যবস্থাপনায় আমাদের সক্ষমতা থাকার পরেও বিদেশী কোম্পানির কাছে ইজারা দেয়ার মাধ্যমে দেশকে আন্তর্জাতিক ভু-রাজনীতির মারাত্মক হুমকির ভেতরে প্রবেশ করানো পায়তারা ছাড়া আর কিছু নয়।’

এদিকে রাজধানীতে জাতী গড়ার মহান কারিগর শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয় এবং সেই সঙ্গে শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নেয়ার আহবান জানানো হয়।

বরিশালে পদ্মা ব্লোয়িং কারখানার শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, ‘সারাদেশে শ্রমজীবীদের উপর সরকারি যে দমন-পীড়ন চলছে তা সদ্য বিদায়ী ফ্যাসিবাদের নতুন মোড়ক।’

শ্রমজীবীদের স্বার্থে কথা বলায় বাসদ সিলেট জেলার আহ্বায়ক ও সদস্য সচিব আবু জাফর ও প্রণব জ্যোতি পালকে একের পর এক হয়রানিমূলক মামলায় কারাগারে আটক করে রাখা হয়েছে। বক্তারা আটক নেতৃবৃন্দের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করেন। 


এএফ/০৩