যুক্তরাষ্ট্র সংবাদদাতা
অক্টোবর ১৫, ২০২৫
০১:২৫ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১৫, ২০২৫
০১:২৫ পূর্বাহ্ন
উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে গত কিছুদিন ধরে সিলেট উত্তপ্ত। প্রায় প্রতিদিন থাকছে প্রতিবাদ, সমাবেশ। এবার তা ছাড়িয়েছে দেশের সীমানা। সিলেটের প্রতি উন্নয়ন বৈষম্যের প্রতিবাদে এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মসূচির ডাক দিয়েছেন প্রবাসী সিলেটিরা।
আজ বুধবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় তিনটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক প্রতিবাদী অবস্থান কর্মসূচির ডাক দিয়েছে ‘বিরক্ত সিলেটবাসী’ নামে সেখানকার একটি সংগঠন।
আয়োজকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘দীর্ঘদিন ধরে সিলেটের উন্নয়ন উপেক্ষিত। সড়ক যোগাযোগ ভেঙে পড়েছে, সৌন্দর্য হারিয়েছে শ্রীভূমি সিলেট। অভিভাবকহীন এক বাস্তবতায় সাধারণ মানুষ আজ রাস্তায়।’
আয়োজকদের পক্ষ থেকে সিলেটের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ পানি, বিদ্যুৎ, গ্যাস, রেল ও বিমান পরিবহন ব্যবস্থার ভয়াবহ দুরবস্থা তুলে ধরে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হবে। বশেষভাবে সিলেটকে বারবার অবহেলিত ও বৈষম্যের শিকার করা হচ্ছে উল্লেখ করে একটি সুসংগঠিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানানো হবে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রশ্ন রেখে বলা হয়েছে, ‘সময় এসেছে আওয়াজ তোলার। সিলেট অভিভাবকহীন হয়ে পড়েছে! আজ সারা দেশের মধ্যে আমাদের অঞ্চল কেন এতো অবহেলিত? ঢাকা-সিলেট সড়ক, সিলেটের সঙ্গে অন্যান্য স্থান, আন্তঃজেলা ও আন্তঃনগর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নতি, সিলেট ওসমানী বিমান বন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তর করা, গ্যাস, পাথর সিলেট অন্চলের প্রাকৃতিক সম্পদের অর্থবহ ব্যবহার নিশ্চিত করা, প্রাকৃতিক সম্পদ লুটপাট হওয়া বন্ধ করা, সিলেট নগরের তথা পুরো সিলেটের পরিবেশ সংরক্ষণ ও নগরকে যানজট ও জঞ্জালমূক্ত, পরিচ্ছন্ন রাখা- ইত্যাদি দাবি নিয়ে খোদ সিলেটসহ বিশ্বের নানা জায়গায় সিলেটিরা আজ প্রতিবাদ মুখর হয়েছেন। আসুন আমরা নিউইয়র্কে বসবাসরত সিলেটিরা ডাইভারসিটি প্লাজায় দাঁড়াই।’
তারা বলেন, ‘সিলেটিরা জেগে উঠেছে। এবার সিলেটের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। সব জায়গা থেকে একসাথে সিলেটিরা প্রতিবাদ জানালে সিলেট আর অবহেলিত থাকবে না।’