শুক্রবার বিয়ানীবাজারে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ

বিয়ানীবাজার প্রতিনিধি


ডিসেম্বর ০১, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
১২:৫৮ পূর্বাহ্ন



শুক্রবার বিয়ানীবাজারে বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ

সিলেটের বিয়ানীবাজারে বিজয় দিবস প্রীতি ফুটবল খেলা ঘিরে ব্যাপক প্রচার চলছে। আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) পৌরশহরের পিএইচজি সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমিকে মোকাবেলা করবে বিয়ানীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি।

উভয় দলের অতিথি খেলোয়াড়রা খেলায় অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রীতি ফুটবল খেলায় পুরস্কার বিতরণ করবেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়াও বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ছায়দুল হক সুমন, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক শামীম আহমদ প্রমুখ উপস্থিত থাকবেন।

বিজয় দিবস প্রীতি ফুটবল খেলা উপলক্ষে বিয়ানীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিল। আজ সোমবার (৩০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সংগঠনের সভাপতি ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক রিপন আহমদ পাটোয়ারী, সাবেক সভাপতি হারুণ রশীদ, এনামুল হক, আবু তাহের, মারুফ আহমদ, আশরাফুল ইসলাম, আকবর হোসেন লাভলু, আবু তাহের সাজু, শাহানুর আলম শাহান, জাহিদ আলম রুমন, আরিফুল ইসলাম বলাই, ইমতিয়াজুর রহমান, ফাহিম আহমদ প্রমুখ।

 

এসএ/আরআর-০৯