সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ৩০, ২০২০
১২:৪৩ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২০
১২:৪৩ অপরাহ্ন
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে টানা জয়ের হ্যাটট্রিক করল মুস্তাফিজের গাজী গ্রুপ চট্টগ্রাম। মিঠুনের নেত্বাধীন মুস্তাফিজদের কাছে মুশফিকের ডাকা, সাকিবের খুলনার পর হারল তামিমের বরিশালও।
আজ বরিশালকে ১০ রানে হারাল চট্টগ্রাম। আগে ব্যাট করে চট্টগ্রামের ১৫১ রানের জবাব ২০ ওভার টিকেও ম্যাচ বের করতে পারেনি তামিমের দল । শরিফুল ২৭ রানে ৩ উইকেট, মোস্তাফিজ ২৩ রানে নেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
গাজী গ্রুপ চট্টগ্রাম : ২০ ওভারে ১৫১/৬ (লিটন ৩৫, সৌম্য ৫ , মিঠুন ১৭, শামসুর ২৬,মোসাদ্দেক ২৮ , জিয়া ২, সৈকত ২৭*, নাহিদুল ৮* ; সুমন ১/৩১, তাসকিন ১/৩০, রাহি ২/৪২, কামরুল ১/২৩, মিরাজ ১/২৫)
ফরচুন বরিশাল : ২০ ওভারে ১৪১/৮ (মিরাজ ১৩, তামিম ৩২, পারভেজ ১১, আফিফ ২৪, হৃদয় ১৭, ইরফান ২, অঙ্কন ১০, তাসকিন ২, সুমন ১৫* , কামরুল ২* ; নাহিদুল ০/২৬,, শরিফুল ৩/২৩, মোসাদ্দেক ১/১৭, সঞ্জিত ০/২০, মোস্তাফিজ ৩/২৩, সৌম্য ১/২০)
এএন/০১