সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০১, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
০২:০৪ পূর্বাহ্ন
১৯৮১ সালের পর সবচেয়ে বাজেভাবে প্রিমিয়ার লিগ মৌসুম শুরু করেছে আর্সেনাল। তার ধারাবাহিকতায় গানার শিবির এবার ২-১ গোলে হার মানল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের কাছে। এবং সেটা ঘরের মাঠে।
১৯৭৯ সালের পর আর্সেনালের মাঠে প্রথমবারের মতো জিতলেও খারাপ খবর আছে উলভারহাম্পটনের জন্য। অতিথি দলের স্ট্রাইকার রাউল জিমেনেজ মারাত্মক আঘাত পেয়েছেন মাথায়।
এমিরেটস স্টেডিয়ামে এ হারের ফলে আর্সেনাল পড়ে রয়েছে ইংলিশ লিগের পয়েন্ট তালিকার ১৪তম স্থানে। ১০ ম্যাচের পাঁচটিতেই ধরাশায়ী হয়েছে লন্ডনের ক্লাবটি। দলের এমন বাজে পারফরম্যান্সের পরও চাকরি নিয়ে শঙ্কিত নন কোচ মিকেল আর্তেতা।
বিজয়ী সফরকারীদের হয়ে গোল করেন পেদ্রো নেতো ও ক্যাস্তেলো প্রোডেন্স। আর্সেনালকে একমাত্র গোলটি এনে দেন দস সান্তোস মাগালহায়েস।
এএন/০২