কাভানির জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০১, ২০২০
০২:০৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
০২:০৬ পূর্বাহ্ন



কাভানির জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়


ইংলিশ প্রিমিয়ার লিগের দুই গোলে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ম্যানচেস্টার ইউনাইটেড। বদলি হিসেবে মাঠে নামা এডিনসন কাভানির জোড়া গোল করেন। সাউদ্যাম্পটনের মাঠে কোচ ওলে গুনার সোলসজায়েরের দল জিতেছে ৩-২ গোলে।

জোড়া গোল করেই ক্ষান্ত হননি কাভানি। সতীর্থ ব্রুনো ফার্নান্দেসকে দিয়েও একটি গোল করিয়েছেন উরুগুয়ের এ তারকা ফরওয়ার্ড। স্বাগতিক সাউদ্যাম্পটনকে গোল এনে দেন জ্যান বেদনারেক ও জেমস ওয়ার্ড-প্রোউজ।

তবে প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের চেলসি গোলশূন্য ড্র করেছে কোচ হোসে মরিনহোর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।
এএন/০৩