কৃষ্ণা ও সাবিনার হ্যাটট্রিকে কুমিল্লার জালে বসুন্ধরার ১৫ গোল

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০২, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০২, ২০২০
০২:১৬ পূর্বাহ্ন



কৃষ্ণা ও সাবিনার হ্যাটট্রিকে কুমিল্লার জালে বসুন্ধরার ১৫ গোল


কৃষ্ণা ও সাবিনার হ্যাটট্রিকে কুমিল্লা ইউনাইটেডকে ১৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংসের মেয়েরা। খেলার প্রথমার্ধে ৯ গোল এরপর দ্বিতীয়ার্ধে আরও ৬ গোল করে বসুন্ধরা কিংসের মেয়েরা।

ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে গোল উৎসবে মেতে ওঠে বসুন্ধরা কিংস মেয়ে দল। ১৩তম মিনিটে কৃষ্ণার গোলে এগিয়ে যায় তারা। এরপর ২২, ৩৩ ও ৪০তম মিনিটে আরও তিন গোল করেন তিনি।  

সাবিনার গোল চারটি এসেছে ১৭, ২১, ৩৭ ও ৭৯তম মিনিটে। দলের হয়ে দু’টি করে গোল করেছেন তহুরা ও শিউলি। একটি করে গোল করেছেন মনিকা, মাসুরা ও শামসুন্নাহার।
এএন/০১