মার্কিন টি-টোয়েন্টি লিগে বিনিয়োগ করছেন শাহরুখ খান

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০১, ২০২০
১০:০২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০১, ২০২০
১০:০২ অপরাহ্ন



মার্কিন টি-টোয়েন্টি লিগে বিনিয়োগ করছেন শাহরুখ খান


আইপিএলে তার দল অন্যতম জনপ্রিয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার দল সবচেয়ে সফল। দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার লিগেও একটি দল আছে। যদিও সেই টুর্নামেন্ট এখন বন্ধ। পরের মৌসুমে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্টেও বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। তবে, এখানেই থেমে থাকছেন না কিং খান। আরও বড় চমক দিয়ে ২০২২ সালে শুরু হতে চলা মার্কিন টি-২০ লিগেও বড় মাত্রায় বিনিয়োগ করতে চলেছে তার ফ্র্যাঞ্চাইজি কেকেআর।

ইতিমধ্যেই আমেরিকান ক্রিকেট এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে নাইটরা। যদিও এই লিগে সরাসরি কোনও দলের মালিকানা তারা পাবে না। গোটা টুর্নামেন্টের একটা নির্দিষ্ট পরিমাণ অংশীদার হতে হবে নাইটদের। আপাতত এই লিগকে আর্থিক সাহায্য এবং ক্রিকেট সম্পর্কিত পরামর্শ দেবে নাইট শিবির। পরে কোনও একটি দলের দায়িত্ব তাদের দেওয়া হতে পারে।

শোনা যাচ্ছে, মার্কিন ক্রিকেট লিগে ৬০ থেকে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হবে। যার একটা বড় অংশ দেবে নাইট রাইডার্স। সব ঠিক থাকলে, এই লিগেই খেলবে নাইট ফ্র্যাঞ্চাইজির চতুর্থ দল। তার আগেই অবশ্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা চলছে নাইটদের। আসলে, এই মুহূর্তে নাইট রাইডার্সই বিশ্বের বৃহত্তম ক্রিকেট ব্র্যান্ড এবং সেই ব্র্যান্ডের আরও সম্প্রসারণ চায় মালিকপক্ষ।
এএন/০৪