শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ০৫, ২০২০
০৯:১৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৫, ২০২০
১১:২৪ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের নতুন ব্রিজ এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে শায়েস্তাগঞ্জ ট্রাফিক পুলিশ জোন।
আজ শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জালাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় মহাসড়কের উপর স্থাপিত চুনারুঘাটে রোড, ঢাকা রোড ও হবিগঞ্জ রোডে ৩টি অবৈধ সিএনজিচালিত অটোরিকশা ও টমটম স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই মনিরুজ্জামান, চুনারুঘাট থানার এসআই হেলাল ও শায়েস্তাগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট মোস্তাফিজুর রহমান।
এ সময় যাত্রী ও চালকদেরকে স্বাস্থ্যবিধি এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়।
এসডি/বিএন-০২/আরআর-০২