ইনিংস পরাজয়ের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৫, ২০২০
০৩:২৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৫, ২০২০
০৩:২৪ অপরাহ্ন



ইনিংস পরাজয়ের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ


হ্যামিল্টন টেস্টে ইনিংস পরাজয়ের শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। স্বাগতিক নিউজিল্যান্ডের করা ৫১৯/৭ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৩৮ রানে অলআউট ক্যারিবীয়রা। ফলোঅন এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৮৯ রানে ৬ উইকেট হারানো দলটি তৃতীয় দিন শেষ করেছে ১৯৬/৬ রানে। ফলোঅন এড়াতে হলো এখনও ১৮৫ রান করতে হবে উইন্ডিজকে।  
এর আগে প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ডাবল (২৫১) সেঞ্চুরি আর টম লাথাম (৮৬) ও কাইল জেমিসনের (৫১) জোড়া ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫১৯ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫১৯/৭ (উইলিয়ামসন ২৫১, লাথাম ৮৬, জেমিসন ৫১, রস টেইলর ৩৮; কেমার রোচ ৩/১১৪, শ্যানন গ্যাব্রিয়েল ৩/৮৯)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৮/১০ (ক্যাম্পবেল ২৬, হোল্ডার ২৫*, ব্লাকউড ২৩, ব্রাথওয়েট ২১; টিম সাউদি ৪/৩৫, জেমিসন ২/২৫, নিল ওয়াগনার ২/৩৩)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৯৬/৬ (ব্লাকউড ৮০*, জোসেপ ৫৯*)।
এএন/১০