শায়েস্তাগঞ্জে টিকেটের টাকা ফেরত পেতে ট্রেন যাত্রীদের বিক্ষোভ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


ডিসেম্বর ০৭, ২০২০
০৬:১৯ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০৬:১৯ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে টিকেটের টাকা ফেরত পেতে ট্রেন যাত্রীদের বিক্ষোভ

হবিগঞ্জ জেলার মাধবপুরের শাহাজীবাজারে তেলবাহী ট্রেনের পাচটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারা দেশের যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পরা যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছেন। 

রবিবার (৬ ডিসেম্বর) শ্রীমঙ্গল স্টেশনে আটকা পড়া চট্রগামী পাহাড়িকা এক্সপ্রেস সাড়ে ৫ টার দিকে  শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে এসে পৌছে। প্রায় দুই ঘন্টা অতিবাহিত হলেও ট্রেন না ছাড়লে। যাত্রীরা টিকেটের টাকা ফেরত নিতে শায়েস্তাগঞ্জ স্টেশনে যাত্রী বিক্ষোভ করেন ।  এক পর্যায়ে যাত্রীরা স্টেশন মাস্টারের রুমে ডুকে মাস্টার কে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। 

মোঃ সাইদুর রহমান নামে এক যাত্রী বলেন সকালে ট্রেনে উঠেছিলাম। প্রথমে শ্রীমঙ্গলে আটকা পড়লাম এখন শায়েস্তাগঞ্জে প্রায় ৬ ঘন্টা যাবত এই দূর্ভোগে আছি। যেহেতু ট্রেন যাবেনা তাই আমরা টিকেটের টাকা ফেরত চাইছি।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেল জংশনের  সহকারি স্টেশন মাষ্টার মুশফিক উদ্দিন বলেন যে স্টেশন থেকে টিকেট করা হয়েছে, সেখান থেকে টাকা ফেরত দেওয়া হবে। 

কিন্তু যাত্রীরা এসব মেনে নিতে চাননি। পরে কর্তৃপক্ষের সিদ্ধান্তে যাত্রী নিয়ে পাহাড়িকা ট্রেন ফের সিলেটে রওনা হয়।  

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট-চট্রগ্রাম রেলপথের হবিগঞ্জের  শাহজিবাজারে এ দুর্ঘটনা ঘটে।

আরসি-১১