সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৭, ২০২০
০৭:০০ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৭, ২০২০
০৭:০১ পূর্বাহ্ন
হবিগঞ্জের শাহজিবাজারে তেলবাহি ট্রেন লাইনচ্যুতের ১৩ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (৬ ডিসেম্বর) রাত ১টার দিকে লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন রেলের উপ সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম। এদিকে ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে রোববার দুপুর ১২টার দিকে হবিগঞ্জের শাহাজিবাজার এলাকায় তেলবাহি একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। লাইনচ্যুত হওয়ার পর ট্রেনের বগিতে আগুনও লেগে যায়।
এদিকে ট্রন দুর্ঘটনার পরই লাইনচ্যুত বগি থেকে উপজে পড়া তেল নিতে রীতিমত হুলুস্থল পড়ে গেছে এলাকায়। দূর-দূরান্ত থেকে নানা আসবাবপত্র নিয়ে তেল সংগ্রহে আসেন অনেকে।
ট্রেনের চালক হামিদ আলী জানান, রেল কর্মচারিরা ওই সময় লাইনের পয়েন্টের মেরামতের কাজ করছিল। মেরামত কাজে ক্রটি থাকায় ইঞ্জিন সহ ৫ টি বগি লাইনচ্যুত হয়।
তিনি বলেন, আমরা চট্রগ্রাম থেকে মেঘনা কোম্পানির তেল ভর্তি করে সিলেটে যাচ্ছিলাম। লাইনচ্যুত হওয়ার পর দুটি বগি থেকে ট্রেন চুইয়ে পড়তে থাকে। এই দুই বগিতে প্রায় ৭৮ হাজার ৪৮২ লিটার ডিজেল ছিলো।
ঘনঘন দুর্ঘটনার কারণে সিলেট-আখাউড়া রেলপথ হয়ে ওঠেছে যাত্রীদের আতঙ্কের নাম। ১৭৯ কিলোমিটারের এই রুটে প্রায়ই লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেন।
বি এন-২