উজ্জল রোনালদো, নিস্প্রভ মেসি

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ০৯, ২০২০
১১:১১ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ০৯, ২০২০
১১:১২ পূর্বাহ্ন



উজ্জল রোনালদো, নিস্প্রভ মেসি

লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদো মহারণ। দুই বছর পর। তাইতো চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বার্সেলোনা ও জুভেন্তাসের মধ্যকার ম্যাচটি দেখতে অধীর অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। তবে প্রজন্মের দুই সেরা ফুটবলারের দ্বৈরথটা ঠিক জমল না। আসলে জমাতে পারলেন না লিওনেল মেসি। রোনালদো যেখানে ছিলেন উজ্জল-ঝলমলে সেখানে মেসি ছিলেন নিস্প্রভ-ম্রিয়মাণ।

বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচটি ৩-০ গোলে জিতে নিয়েছে জুভেন্তাস। রোনালদো পেনাল্টি থেকে করেছেন জোড়া গোল। অন্য গোলটি ওয়েস্টন ম্যাককেনির। অফসাইডে একটি গোল বাতিল না হলে ব্যবধান হতে পারতো ৪-০।

প্রথম লেগে জুভেন্তাসের মাঠ থেকে বার্সেলোনা ০-২ গোলে জয় নিয়ে ফিরেছিল। করোনা আক্রান্ত হওয়ায় ওই ম্যাচটায় খেলতে পারেননি রোনালদো। পেনাল্টি থেকে সেই ম্যাচে গোল করেছিলেন মেসি।

‘জি’ গ্রুপ থেকে বার্সেলোনা ও জুভেন্তাসের শেষ ষোলো নিশ্চিত হয়েছিল আগেই। তাই দুই দলের জয়-পরাজয়ের চেয়ে এদিন বড় হয়ে উঠে মেসি-রোনালদো দ্বৈরথটাই। ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর যে আর দেখা হয়নি দুই সেরা তারকার দ্বৈরথ।

সেই দ্বৈরথে যখন একচ্ছত্র রাজত্ব করছেন রোনালদো, তখন জুভেন্তাসও টেবিলে বার্সাকে দুইয়ে ঠেলে উঠে গেছে শীর্ষে। ম্যাচ জুড়ে অন্ধকারে ডুবে থাকল বার্সা কোচ রোনাল্ড কোম্যানের মুখ। আর আন্দ্রেয়া পিরলো প্রশান্তির হাসি হেসে গেলেন।

২০১৬ সালের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচ হারল বার্সেলোনা। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল জুভেন্তাস। বিরতির পর ব্যবধান আরো বাড়ায়। ১৩ মিনিটেই পেনাল্টি থেকে জুভদের এগিয়ে দেন রোনালদো। এর ৭ মিনিট পরই ম্যাককেনির গোল।

বিরতির পর অন্তত মেসি জ্বলে উঠবেন, ঘুরে দাঁড়াবে বার্সা, এমন স্বপ্ন ছিল মেসি ভক্তদের। কিন্তু ৪৯ মিনিটের ঘটনাতেই যেন সব শেষ। ওই সময় জুভেন্তাসের আক্রমণ দারুণ দক্ষতায় রুখেছিলেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান।

কিন্তু তার আগে ডি বক্সে হাতে বল লাগে বার্সার এক খেলোয়াড়ের। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রোনালদো স্পট কিক থেকে আদায় করে নেন নিজের দ্বিতীয় গোল। তুরিনের ক্লাব পায় ৩-০ গোলে লিড। ৭৫ মিনিটে লিওনার্দো বোনুচ্চি বার্সার জালে বল ঠেললেও অফসাইডে বাতিল হয় সেটি।

মেসি কিছু ভালো সুযোগ তৈরি করলেও জুভেন্তাসের ৪২ বছর বয়সী গোলরক্ষক জিয়ানলুইজি বুফন তাকে হতাশ করেন। মেসির ৭টি অন টারগেট শট প্রতিহত হয়েছে বুফনে।

বিএ-০৭