বেনজেমার জোড়া গোলে গ্রুপসেরা রিয়াল মাদ্রিদ

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১০, ২০২০
০৪:৫৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০৪:৫৬ অপরাহ্ন



বেনজেমার জোড়া গোলে গ্রুপসেরা রিয়াল মাদ্রিদ

 

সব শঙ্কা কাটিয়ে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ দল।  

আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম দলটি। দুটি গোলই করেন করিম বেনজেমা।

গত অক্টোবরে জার্মান দলটির মাঠে যোগ করা সময়ের গোলে ২-২ ড্র করেছিল রিয়াল। এবার আর কোনো ভুল নয়, শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলেই লক্ষ্য স্পর্শ করল তারা। গোলপোস্টের নিচে মনশেনগ্লাডবাখের গোলরক্ষক ইয়ান সমেরের নৈপুণ্য ও পোস্ট দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধান হতে পারতো অনেক বড়।

ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১০। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মনশেনগ্লাডবাখ।

মনশেনগ্লাডবাখের সমান ৮ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিন নম্বরে শাখতার। ইউরোপা লিগে খেলবে ইউক্রেনের দলটি। ৬ পয়েন্ট নিয়ে তলানিতে ইন্টার।

এএন/০৬