সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১০, ২০২০
০৪:৫৬ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০৪:৫৬ অপরাহ্ন
সব শঙ্কা কাটিয়ে বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই নকআউট পর্বের টিকেট নিশ্চিত করল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ দল।
আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে বুধবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম দলটি। দুটি গোলই করেন করিম বেনজেমা।
গত অক্টোবরে জার্মান দলটির মাঠে যোগ করা সময়ের গোলে ২-২ ড্র করেছিল রিয়াল। এবার আর কোনো ভুল নয়, শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলেই লক্ষ্য স্পর্শ করল তারা। গোলপোস্টের নিচে মনশেনগ্লাডবাখের গোলরক্ষক ইয়ান সমেরের নৈপুণ্য ও পোস্ট দুর্ভাগ্য বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধান হতে পারতো অনেক বড়।
ছয় ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১০। ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে মনশেনগ্লাডবাখ।
মনশেনগ্লাডবাখের সমান ৮ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তিন নম্বরে শাখতার। ইউরোপা লিগে খেলবে ইউক্রেনের দলটি। ৬ পয়েন্ট নিয়ে তলানিতে ইন্টার।
এএন/০৬