চুনারুঘাটে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

চুনারুঘাট সংবাদদাতা


ডিসেম্বর ১০, ২০২০
০৮:০১ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১০, ২০২০
০৮:০১ অপরাহ্ন



চুনারুঘাটে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে আব্দুল মোতালেব নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৯৫ বছর। তিনি উপজেলার সীমান্তবর্তী আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল খাসপাড়া গ্রামের মৃত হুরমত আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় চিমটিবিল খাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আব্দুল মোতালেবের দুই ছেলে আবুল হোসেন ও কাজল মিয়া জানান, বৃহস্পতিবার সকালে তারা কেউ বাড়িতে ছিলেন না। হঠাৎ আব্দুল মোতালেবের ৯ বছর বয়সী নাতনী মিম আক্তার ঘরে গোঁ গোঁ শব্দ শুনে গিয়ে দেখতে পায় তার দাদা নিজের গলা দা দিয়ে কেটে ফেলছেন। তখন সে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে দেখতে পান আব্দুল মোতালেব রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। প্রচুর রক্তক্ষরণে মুহূর্তেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আব্দুল মোতালেব এলাকায় সবচেয়ে সবচেয়ে বয়স্ক লোক ছিলেন। ছিলেন নামাজী এবং পরিচিত মুখ। তিনি কী কারণে আত্মহত্যা করেছেন তা নিয়ে এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আমরা বিকেলে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন এলে আসল কারণ জানা যাবে।'

 

এসএস/আরআর-০৫