শায়েস্তাগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ১২, ২০২০
১০:০৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১২, ২০২০
১০:১৬ পূর্বাহ্ন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান। এছাড়া বক্তব্য দেন, শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আম্বিয়া খাতুন, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা রমাপদ দে, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ আলী, কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহাব উদ্দিন, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল হক, শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, এসআই সনজিত দেবনাথ, সাংবাদিক শাহ হুমায়ুন কবীর, মঈনুল হাসান রতন প্রমুখ।
সভাটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার। আলোচনা সভা শেষে দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসডি/বিএন-০৮/আরআর-০৭