খেলা ডেস্ক
ডিসেম্বর ১৩, ২০২০
০৬:২৭ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০৬:৩২ অপরাহ্ন
ইউনিয়ন বার্লিনের বিপক্ষে হারের শঙ্কায় পড়ে শেষ পর্যন্ত ‘ড্র’ নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন মিউনিখ। বার্লিনে মাঠে শনিবার বুন্দেসলিগার ম্যাচটি ১-১ ব্যবধানে শেষ হয়।
লিগে এই নিয়ে সবশেষ চার ম্যাচের তিনটিতেই পয়েন্ট হারাল বায়ার্ন। গত রাউন্ডে লাইপজিগের সঙ্গে ৩-৩ ড্র করেছিল শিরোপাধারীরা।
ম্যাচের চতুর্থ মিনিটে কর্নারে হেডে স্বাগতিকদের এগিয়ে নেন জার্মান মিডফিল্ডার প্রোমেল।
৬৭তম মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান লেভানদোভস্কি। বাঁ দিকের বাইলাইন থেকে কিংসলে কোমানের বাড়ানো বলে ঠিকানা খুঁজে নেন এই পোলিশ স্ট্রাইকার।
দুই গোলরক্ষকের দৃঢ়তায় বাকি সময়ে আর জালের দেখা পায়নি কেউই। ১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন।
ভার্ডার ব্রেমেনকে ২-০ গোলে হারানো লাইপজিগ সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে দ্বিতীয় স্থানে আছে।
বিএ-১০