তামিম ইকবাল আইসোলেশনে

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৩, ২০২০
০১:৩৬ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০১:৩৬ অপরাহ্ন



তামিম ইকবাল আইসোলেশনে

ফরচুন বরিশালের প্লে-অফ নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তা কাটিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সেরা চারে থেকেই লিগ পর্ব শেষ করেছে দলটি। তবে ফ্র্যাঞ্চাইজিটির জন্য নতুন দুশ্চিন্তা হয়ে এসেছে তামিম ইকবালের অসুস্থতা। যিনি আপাতত হোটেল সোনারগাঁওয়ে আইসোলেশনে রয়েছেন। তামিম নিজেই বিষয়টি জানিয়েছেন।

শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষে খেলে বরিশাল। রোমাঞ্চকর ম্যাচটা ২ রানে জিতে প্লে-অফ নিশ্চিত করে দলটি। কিন্তু তামিম ব্যাটিং করলেও পরে ফিল্ডিংয়ের সময় মাঠে ছিলেন না। বাঁচা মরার ম্যাচে অধিনায়কের ফিল্ডিংয়ে না থাকা নিয়ে নানা গুঞ্জন, আলোচনা শুরু হয়।

ম্যাচ শেষে ফিল্ডিংয়ে বরিশালকে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ জানান তামিম অসুস্থ অনুভব করছিলেন। পুরস্কার বিতরণী মঞ্চে আতহার আলী খানের প্রশ্নের উত্তরে মিরাজ বললেন, ‘তামিম ভাই ঠিক আছেন। শরীর একটু খারাপ লাগছিল, আর কি রকম একটু অসুস্থ ফিল করছিল। এ জন্য হয়তো মাঠে নামেননি। আশাকরি, তামিম ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হয়তো পরের প্লে-অফ ম্যাচে খেলবে ইনশা আল্লাহ।’

পরে বরিশালের পক্ষ থেকে প্রেরিত এক অডিও বার্তায় তামিম বলেন, ‘আমার কালকে (শুক্রবার) থেকে একটু শরীর খারাপ লাগছিল। আজকে (শনিবার) সকালে আমার একটু ভালো মনে হয়েছে। ব্যাটিং করতে যখন যাই, ব্যাটিং করে আসার পর থেকে শরীরটা একটু বেশিই দুর্বল লাগা শুরু হয়েছে। তখনই বিসিবির যে মেডিকেল স্টাফস আছে, ওনারা এসে আমার অবস্থা পর্যবেক্ষণ করেছেন।’

গুঞ্জন তামিমের করোনা উপসর্গ দেখা দিয়েছে। তামিম অবশ্য করোনা উপসর্গের কথা বলেননি। তবে আইসোলেশনে আছেন জানিয়েছেন, ‘ওনারা (বিসিবির মেডিক্যাল টিম) দেখে মনে করেছেন ওই সময় আমার ড্রেসিংরুমে থাকাটা ঠিক হবে না। আমাকে ওনারা হোটেলে পাঠিয়ে দিয়েছেন আইসোলেশনে। আজ কিছু পরীক্ষা হবে। যদি আল্লাহর রহমতে সব পরীক্ষার ফল ঠিক থাকে, আমি আশা করি যে সেমিফাইনাল (প্লে-অফ) খেলতে পারব।’

সোমবার এলিমিনেটর ম্যাচে বেক্সিমকো ঢাকার বিপক্ষ খেলবে ফরচুন বরিশাল।

বিএ-১২