সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৪, ২০২০
০৫:১১ পূর্বাহ্ন
বাড়ির সবাই গিয়েছিলেন পাওলো রোসিরকে শেষ বিদায় জানাতে। আর চোররা যেন ছিল এই সুযোগের অপেক্ষায়। পাওলো রোসিকে যখন সমাধিস্থ করা হচ্ছে, তখন তার বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে চোরের দল মূল্যবান জিনিসপত্র নিয়ে গেল।
গত বৃহস্পতিবার প্রয়াত হন কিংবদন্তি ইতালিয়ান ফুটবলার পাওলো রোসি। শনিবার তার শেষকৃত্য হয় ভেনিস থেকে ৬০ কিলোমিটার দূরে ভিসেনজায়। ইতালির সংবাদমাধ্যম জানিয়েছে রোসির স্ত্রী ফেডেরিকা কাপেলেত্তি শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফিরে দেখেন, বাড়ির দরজার তালা ভাঙা, ভেতরে তছনছ অবস্থা।
জানা গেছে, রোসির একটি ঘড়ি এবং টাকা নিয়ে গেছে ডাকাতরা। ফেডেরিকা পুলিশে অভিযোগ করেছেন। তদন্ত শুরু হয়েছে। ফ্লোরেন্সের দক্ষিণ পূর্বে টাসকানির পোজ্জিও সেনিনাতে পরিবারের সঙ্গে থাকতেন রোসি। সেখানে তিনি একটি অর্গ্যানিক ফার্মিং সংস্থা চালাতেন।
এএন/০৫