কলম্বো কিংসের কোচ গিবস বরখাস্ত

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৩, ২০২০
০৫:১০ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৩, ২০২০
০৫:১০ অপরাহ্ন



কলম্বো কিংসের কোচ গিবস বরখাস্ত


লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) মাঝপথে কোচ হার্শেল গিবসকে বরখাস্ত করেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল কলম্বো কিংস। দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা এলপিএলে শ্রীলঙ্কায় গিয়েছিলেন ধারাভাষ্য দেওয়ার জন্য। কোচ হওয়ার প্রস্তাব পেয়ে ধারাভাষ্য বাদ দিয়ে কোচ পদকেই বেছে নিয়েছিলেন গিবস।

শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের তথ্য মতে, খেলোয়াড়দের সঙ্গে মতবিরোধের কারণেই হার্শেল গিবসকে বরখাস্ত করা হয়েছে।

গিবসকে বরখাস্ত করার পর শ্রীলঙ্কার সাবেক স্পিনার রঙ্গনা হেরাথকে নতুন কোচ হিসেবে নিযুক্ত করেছে কলম্বো কিংস। এতদিন দলের সহকারী কোচের দায়িত্ব পালন করে আসছিলেন হেরাথ।
এখন পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলকে সামলাবেন শ্রীলঙ্কার স্পিনার রঙ্গনা হেরাথ।
এএন/০১