সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২০
০৪:২৬ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৬, ২০২০
০৪:২৬ পূর্বাহ্ন
চলে গেলেন লিভারপুলের ট্রেবলজয়ী কোচ জোহ উইয়ে। হৃদযন্ত্রে অস্ত্রোপচারের পর মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর প্রকাশ করেছে ফ্রান্সের গণমাধ্যম।
৭৩ বছর বয়সী লিভারপুলের এই ট্রেবলজয়ী কোচ পিএসজি, অলিম্পিক লিওঁ, ফ্রান্স জাতীয় দলেরও কোচ ছিলেন।
২০০১ সালে প্রিমিয়ার লিগে লিভারপুল-লিডস ইউনাইটেড ম্যাচের বিরতির সময় হাসপাতালে নিতে হয়েছিল তাকে।
ফ্রান্সের নিচের সারির দলে খেলোয়াড়ী জীবন পার করা উইয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৩ সালে। ১৯৮৮ সালে ফ্রান্সের সহকারী কোচ হওয়ার পর ১৯৯২ সালে হন প্রধান কোচ। দলকে ১৯৯৪ বিশ্বকাপে নিতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেন তিনি। ২০০১ সালে লিভারপুলের হয়ে এফএ কাপ, লিগ কাপ ও উয়েফা কাপ জেতেন উইয়ে।
এরপর লিওঁর হয়ে লিগ জেতেন টানা দুইবার। সবশেষ তিনি ছিলেন অ্যাস্টন ভিলায়। হৃদযন্ত্রের সমস্যার কারণেই ২০১১ সালে কোচিং ক্যারিয়ারকে বিদায় জানান তিনি।
এএন/০৫