সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২০
০৮:৪১ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০৮:৪১ পূর্বাহ্ন
গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় ব্যথায় কাতর নেইমারের কান্নার ছবি বুক কাঁপিয়ে দিয়েছিল পিএসজি সমর্থকদের। অতীতে এভাবে মাঠ ছাড়ার পর নেইমারের ফিরে আসার অপেক্ষা প্রতিবারই দীর্ঘ হয়েছে।
এবার অবশ্য ভক্তদের সুখবরই দিলেন পিএসজির ব্রাজিলীয় ফরোয়ার্ড। শুরুতে যতটা খারাপ ভাবা হয়েছিল, ততটা গুরুতর নয় তার চোট। সোমবার প্রাথমিক পরীক্ষায় পায়ের হাড়ে কোনো চিড় ধরা পড়েনি। শুধু গোড়ালি মচকে গেছে।
আরও কিছু পরীক্ষার পর জানা যাবে ঠিক কতদিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। জঘন্য ট্যাকলের শিকার হয়েও গোড়ালি না ভাঙায় হাঁফ ছেড়ে বেঁচেছেন নেইমার।
সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এটা আরও খারাপ হতে পারত, কিন্তু আরও একবার ঈশ্বর আমাকে ভয়াবহ কিছু থেকে বাঁচিয়েছেন। ব্যথা, ভয়, হতাশা, অস্ত্রোপচার, ক্র্যাচ ও অন্যান্য দুঃসহ স্মৃতির কথা ভেবেই কেঁদেছি আমি। আশা করি, দ্রুত সেরে উঠব এবং যত তাড়াতাড়ি পারি ফিরে আসব।’
এএন/০৫