ধর্মপাশা প্রতিনিধি
ডিসেম্বর ১৭, ২০২০
০১:১০ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০১:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের সুফিয়া রহিম গণপাঠাগার চত্বরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে।
গতকাল বুধবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাস্টারবাড়ী ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে এ টুর্নামেন্ট শুরু হয়। এতে মোট ৮টি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্ট উদ্বোধন করেন ধর্মপাশা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য উজ্জ্বল মিয়া। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুফিয়া রহিম গণপাঠাগারের সদস্য এম জি কিবরিয়া, মাস্টারবাড়ী ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানী প্রমুখ।
টুর্নামেন্টের প্রথমদিনের খেলায় মাস্টারবাড়ী স্পোর্টিং ক্লাব ২-১ ম্যাচের ব্যবধানে নিউ জেনারেশন স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছে।
এসএ/আরআর-১৩