টেবিল টেনিসে চ্যাম্পিয়ন মঞ্জু, রানারআপ বাপ্পা

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ১৭, ২০২০
০৬:৪৪ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ১৭, ২০২০
০৬:৪৪ অপরাহ্ন



টেবিল টেনিসে চ্যাম্পিয়ন মঞ্জু, রানারআপ বাপ্পা
সিলেট প্রেসক্লাব-মাহা ক্রীড়া প্রতিযোগিতা

সিলেট প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় টেবিল টেনিস এককে চ্যাম্পিয়ন হয়েছেন চ্যানেল এস’র চিফ রিপোর্টার মো. মঈন উদ্দিন মনজু। রানারআপ হয়েছেন দেশ টিভির বিভাগীয় প্রধান বাপ্পা ঘোষ চৌধুরী।

এর আগে প্রথম সেমিফাইনালে মো. মঈন উদ্দিন মনজু ও ইউনুছ চৌধুরী এবং দ্বিতীয় সেমিফাইনালে মোহাম্মদ বদরুদ্দোজা বদর ও বাপ্পা ঘোষ চৌধুরী মুখোমুখি হন।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় খেলা শুরু হয়। এতে আরও অংশ নেন, মারুফ আহমদ, শেখ আশরাফুল আলম নাসির, মো. মারুফ হানান ও মাহমুদুর রহমান মিলন।

আগামীকাল শনিবার দাবা খেলা অনুষ্ঠিত হবে। খেলায় অংশ নিতে ইচ্ছুক সদস্যদের দুপুর ১২ টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে ক্লাবে এসে নাম তালিকাভুক্ত করতে হবে। পরে ড্রয়ের মাধ্যমে খেলা শুরু হয়ে ওইদিনই ফাইনাল পর্যন্ত সম্পন্ন করা হবে।

আরসি-০২