দুরন্ত সুয়ারেজে আতলেতিকোর উড়ন্ত জয়

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২০, ২০২০
০১:৩২ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২০, ২০২০
০১:৩২ অপরাহ্ন



দুরন্ত সুয়ারেজে আতলেতিকোর উড়ন্ত জয়

লুইস সুয়ারেজ। চোখের জ্বলে ছেড়েছিলেন প্রিয় ক্লাব বার্সেলোনা। তবে আতলেতিকো মাদ্রিদে গিয়ে একেবারে খারাপ নেই উরুগুইয়ান এ তারকা। দারুণ ছন্দে রয়েছেন ৩৩ বছর বয়সী সুয়ারেজ। স্প্যানিশ লা লিগায় তার দলও একরকম উড়ছে বলা চলে!

শনিবার যেমন এলচের বিপক্ষে ৩-১ গোলের জয়ে জোড়া গোল করেছেন সুয়ারেজ। এই ফরোয়ার্ডের নৈপুণ্যে টেবিলের দুইয়ে থাকা রিয়াল সোসিয়েদাদ ও তিনে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ব্যবধান বাড়িয়ে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ।

সেসিয়েদাদের চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে এখন শীর্ষে আতলেতিকো। সেটিও দুই ম্যাচ কম খেলে।

শীর্ষে থেকে এই ম্যাচ খেলতে নামলেও রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট ছিল দলটির। এখন তারা এগিয়ে ৩ পয়েন্ট ব্যবধানে।

এদিন সুয়ারেজ ম্যাচের ৪১ ও ৫৮ মিনিটে গোল করেন। ৬৪ মিনিটে এলচের পক্ষে ব্যবধান কমান লুকাস বোয়ে। তবে ৮০ মিনিটে পেনাল্টি লিড ৩-১ করে ফেলেন ডিয়েগো কস্তা।

সুয়ারেজ এদিন ২০০তম লা লিগা ম্যাচ খেলতে নেমেছিলেন। বার্সেলোনা ছেড়ে আসা এই তারকা এ মৌসুমে এখন পর্যন্ত ৯টি লিগ ম্যাচে গোল করলেন ৭টি।

বিএ-০৭