রোনালদোকে ছাড়িয়ে পেলের রেকর্ড ছুঁলেন মেসি

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২১, ২০২০
১০:৩২ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২১, ২০২০
১০:৩২ পূর্বাহ্ন



রোনালদোকে ছাড়িয়ে পেলের রেকর্ড ছুঁলেন মেসি

 

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি। তবে অসামান্য এক কীর্তি গড়লেন বার্সেলোনার অধিনায়ক। তিনি স্পর্শ করলেন কিংবদন্তি ফুটবলার পেলের এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড।

 

 ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে ৬৪৩ গোল করেছিলেন তিনটি বিশ্বকাপ জেতা পেলে। শনিবার রাতে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মেসি পেলেন বার্সেলোনার হয়ে সবমিলিয়ে ৬৪৩তম গোল। এই রেকর্ড করতে পেলের লেগেছিল ১৯ মৌসুম, মেসির লাগল ১৭ মৌসুম।

 

ম্যাচে স্পট কিক নিয়ে সরাসরি গোল করতে ব্যর্থ হন রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসি। ভ্যালেন্সিয়ার গোলকিপার হাউমে ডানদিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দিয়েছিলেন শট। কিন্তু আলগা বল পেয়ে জর্দি আলবা ঝটপট করেন ক্রস। তাতে ফের তৈরি হয় সুযোগ, যা হাতছাড়া করেননি মেসি। হেড করে সফরকারীদের জাল কাঁপান তিনি।

 

পেনাল্টি থেকে সবচেয়ে বেশি সংখ্যকবার গোল করতে না পারার বিব্রতকর রেকর্ডে মেসি-রোনালদো একই বিন্দুতে ছিলেন। তবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ক্যারিয়ারের ২৭তম পেনাল্টি মিস করে ফের এককভাবে চূড়ায় উঠলেন মেসি।

এএন/০১