এককে সিলেটের গৌরব ও দ্বৈতে খালেদ-সালমান জুটি চ্যাম্পিয়ন

খেলা ডেস্ক


ডিসেম্বর ২৫, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৫, ২০২০
১২:০৮ পূর্বাহ্ন



এককে সিলেটের গৌরব ও দ্বৈতে খালেদ-সালমান জুটি চ্যাম্পিয়ন
সামার র‌্যাংকিং ব্যাডমিন্টন

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাডমিন্টন র‌্যাংকিং টুর্নামেন্ট ২০২০ এ পুরুষ এককে বাংলাদেশ পুলিশের হয়ে খেলা সিলেটের গৌরব সিংহ চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে চট্টগ্রামের সিবগাত উল্লাহকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন বর্তমান বাংলাদেশের র‌্যাংকিং-১ এ থাকা সিলেটের এই শাটলার। এর আগে তিনি সেমিফাইনালে সিলেটের আরেক শাটলার আবদুল হামিদ লোকমানকে সরাসরি ২-০ সেটে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হন। রানারআপ হওয়া চট্টগ্রামের সিবগাত উল্লাহ সেমিফাইনালে সরাসরি ২-০ সেটে হারান ন্যাশনাল চ্যাম্পিয়ন সিলেটের শাটলার সালমান খানকে।

এদিকে, পুরুষ দ্বৈতের দুই ফাইনালিস্টই ছিলো সিলেটের। বাংলাদেশ পুলিশের হয়ে খেলা সিলেটের মিজান-নাঈম জুটিকে সরাসরি ২-০ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে খেলা সিলেটের রাহাত কবির খালেদ-সালমান খান জুটি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় ঢাকার শহীদ তাজ উদ্দিন ইনডোর স্টেডিয়ামে সামার র‌্যাংকিং ব্যাডমিন্টন টুর্ণামেন্ট শুরু হয়েছিলো গত ২০ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার টুর্নামেন্টের গ্রান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল এমপি।

এনপি/বিএ-১৭