জকিগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৭, ২০২১
০১:০২ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২১
০১:০২ পূর্বাহ্ন
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা
সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির বিদ্রোহী প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের মেয়র প্রার্থী হিরার প্রার্থিতা বাতিল করেছিলেন। পরে মেয়র প্রার্থী হীরা আপিল করেন।
আজ বুধবার (৬ জানুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও আপিল আদালতে বিচারক এম কাজী এমাদাদুল ইসলামের আদালতে ওই আপিলের শুনানি হয়। প্রার্থীর পক্ষে শুনানিতে অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিন, সিনিয়র অ্যাডভোকেট আবুল খায়ের হেলাল, অ্যাডভোকেট মুজিবুর রহমান, অ্যাডভোকেট রেদয়ানুল ইসলাম প্রমুখ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
শুনানি শেষে হিরার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও আপিল আদালতের বিচারক এম কাজী এমাদাদুল ইসলাম। হিরা নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রার্থিতা ফিরে পেয়ে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হিরা সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, সমর্থনসূচক স্বাক্ষরের যে দুইজন ভোটারের স্বাক্ষর ভুয়া বলে দাবি করা হয়েছিল তাদেরকে সশরীরের তিনি আদালতে হাজির করার পর আদালত তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি সিলেটের জকিগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ওএফ/আরআর-০৩