টিম সিলেট মিরর-এর আনুষ্ঠানিক জার্সি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক


জানুয়ারি ০৬, ২০২১
১০:৫৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০৭, ২০২১
০১:৩০ পূর্বাহ্ন



টিম সিলেট মিরর-এর আনুষ্ঠানিক জার্সি উন্মোচন

মাহা-ইমজা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আগামীকাল বৃহস্পতিবার মাঠে গড়াচ্ছে। টুর্নামেন্টে প্রথমবার অংশ নিচ্ছে দৈনিক সিলেট মিরর। টুর্নামেন্টকে সামনে রেখে ‘টিম সিলেট মিরর’-এর আনুষ্ঠানিকভাবে দলীয় জার্সি উন্মোচন করা হয়েছে। 

আজ বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরের মিরবক্সটুলাস্থ বারাকা গ্রুপ লিমিটেডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর আনুষ্ঠানিকভাবে দলের ফুটবলারদের হাতে জার্সি তুলে দেন। এসময় ব্যবস্থাপনা সম্পাদক আবদুল ওয়াছেহ চৌধুরী জুবের, ক্রীড়া সম্পাদক আব্দুর রশীদ মো. রেনু, জিএম (প্রশাসন) খন্দকার সাদেকুর রেজা উপস্থিত ছিলেন।

জার্সি উন্মোচন অনুষ্ঠানের একটি মুহূর্ত।

 

অনুষ্ঠানে সিলেট মিরর সম্পাদক আহমেদ নূর বলেন, ‘প্রথমবারের মতো আমরা এ টুর্নামেন্টের অংশ নিতে যাচ্ছি। দলের সবাই ভালো কিছু করতে চান। যদি সবাই নিজের ভালো খেলা খেলতে পারেন তবে আমরা ভালো কিছু করতে পারব।’ তিনি আরও বলেন, ‘খেলায় জয়-পরাজয় থাকবেই। তবে সবাই যাতে বলে আমরা ভালো খেলেছি সেটাই সে চেষ্টা আমাদের থাকা দরকার।’ আগামী বছরের টুর্নামেন্টে সিলেট মিরর এর আরও বড় ধরণের প্রস্তুতি থাকবে বলে তিনি এসময় ঘোষণা দেন।

টিম সিলেট মিরর-এর জন্য শুভ কামনা জানিয়ে ব্যবস্থাপনা সম্পাদক আবদুল ওয়াছেহ চৌধুরী জুবের বলেন, ‘এবার প্রস্তুতির জন্য সময় একেবারেই হাতে ছিল না। আগামীতে আমরা আরও বড় রকম প্রস্তুতি নিয়ে অংশ নেব।’

দলের কোচদের মধ্যে বক্তব্য রাখেন কামরুল আহমদ। তিনি বলেন, ‘আমাদের দলের বেশ কয়েকজন ভালো ফুটবলার রয়েছেন। যারা বিগত বছরগুলোতে টুর্নামেন্টের সেরা পারফর্মার হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। তাদের দক্ষতা ও অভিজ্ঞা মিলিয়ে টিম সিলেট মিরর চ্যাম্পিয়ন হওয়ার মত দল।’

দলের অধিনায়ক নেহার পুরকায়স্থ বলেন, ‘খেলায় জয়-পরাজয় থাকবেই। তবে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই শুরু থেকে খেলব। আমি মনে করি সব বিভাগে ব্যালেন্স একটা দল আমরা করতে পেরেছি। খেলোয়াড়রা যদি নিজের সেরাটা দিতে পারেন তবে আমরা লক্ষ্যে পৌঁছা কঠিন হবে না।’

ফুটবলারদের পক্ষে হুমায়ুন কবির লিটন বলেন, ‘ইমজার ফুটবল টুর্নামেন্টের বিগত বছরগুলোর চ্যাম্পিয়ন দলগুলোর চার থেকে পাঁচজন ফুটবলার আমাদের দলে আছেন। সুতরাং আমাদের আপাতত লক্ষ্য ফাইনালে যাওয়া।

পরে আনুষ্ঠানিকভাবে দলের খেলোয়াড়দের জার্সিসহ খেলার অনুসঙ্গ তুলে দেওয়া ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। কোচ-কামরুল আহমদ, সহকারি কোচ মওদুদ এবং দলের ম্যানেজার আশকার আমিন রাব্বি এ সময় উপস্থিত ছিলেন।

টিম সিলেট মিরর : নেহার রঞ্জন পুরকায়স্থ (অধিনায়ক), বেলাল আহমেদ (গোলরক্ষক), হুমায়ূন কবির লিটন, আলী আকবর চৌধুরী কোহিনুর, গোপাল বর্ধন, মাশরুর রাসেল, জাহেদ আহমদ, শামীম হোসেন সামী, হাসান নাঈম, ফয়ছল আহমদ, নাবিল হোসেন।

 

অনুশীলনের ফাঁকে ফটোসেশনে টিম সিলেট মিরর।

 

 

আরসি/এএফ-০২