মাধবপুরে ট্রাকচাপায় শিশু নিহত

মাধবপুর প্রতিনিধি


জানুয়ারি ০৭, ২০২১
০৯:২৬ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৭, ২০২১
১০:৫১ পূর্বাহ্ন



মাধবপুরে ট্রাকচাপায় শিশু নিহত

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় শিফা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শিফা উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (রতনপুর) গ্রামের বাহার মিয়ার মেয়ে।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাস ফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি মহাসড়ক পার হতে গেলে সিলেটগামী একটি ড্রামভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। খবর পেয়ে ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

 

এসএম/বিএন-০৯/আরআর-০৪