ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
জানুয়ারি ০৭, ২০২১
১১:১৫ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২১
১১:১৫ অপরাহ্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জের মল্লিকপুরে হাজী করম উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি নতুন উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে। গতকাল বুধবার (৬ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত এলাকাবাসীর এক সভায় স্কুলের স্থান এবং নামকরণ চূড়ান্ত করা হয়।
হাজী করম উল্লাহ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শওকত হোসেন শামীম। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. আমিন উদ্দিন। বক্তব্য দেন, যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী ময়নুল ইসলাম চৌধুরী হারুন, আব্দুল বারী, জালাল খান, আজহারুল ইসলাম, রিয়াজ উদ্দীন ইসকা, ইসন মিয়া, আবুল কালাম, সেলিমুজ্জামান সেলিম, জিতু আহমেদ, সাংবাদিক দেলওয়ার হোসেন পাপ্পু, জসিম উদ্দীন, মো. জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমদ, মিনহাজ উদ্দীন, আতিকুর রহমান মিটু, বেলাল আহমদ প্রমুখ।
সভায় হাজী করম উল্লাহ কল্যাণ ট্রাস্ট কর্তৃক প্রস্তাবিত স্কুলের জন্যে ৫০ শতক ভূমি দান করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ট্রাস্টের পক্ষ থেকে ১ লাখ টাকা অনুদান দেওয়া হয়। সভায় সর্বসম্মতভাবে প্রস্তাবিত স্কুলটির নামকরণ করা হয় হাজী করম উল্লাহ উচ্চবিদ্যালয়। চলতি বছর থেকেই স্কুলের শিক্ষা কার্যক্রম চালু করা হবে।
সভায় ইসলামপুরের জালাল খান, যুক্তরাষ্ট্র প্রবাসী মো. কামাল আহমদ, মল্লিকপুরের জগলু মিয়া এবং হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এসএ/আরআর-০১