গোয়াইনঘাট প্রতিনিধি
জানুয়ারি ০৭, ২০২১
১১:৫৮ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ০৭, ২০২১
১১:৫৮ অপরাহ্ন
‘মুজিববর্ষের অঙ্গীকার, গৃহহীন থাকবে না কেউ আর’ ও ‘আশ্রয়ণের অধিকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’- এমন স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকের বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে জমি নেই, ঘর নেই এমন পরিবারকে গৃহ নির্মাণ করে দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলাতেও গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার, যা বাস্তবায়নে খুব দ্রুত কাজ চলছে। আর এসব কাজের অগ্রগতি বিষয়ে খোঁজ-খবর নিতে জমি নেই, ঘর নেই প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেছেন প্রধনামন্ত্রীর কার্যালয়ের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আলী নেওয়াজ রুসেল।
আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) উপজেলার নন্দীরগাঁও, তোয়াকুল, রুস্তুমপুর, লেঙ্গুড়া, ফতেহপুর, পূর্ব আলীরগাঁও, পশ্চিম আলীরগাঁও, পূর্ব জাফলং, পশ্চিম জাফলং ও ডৌবাড়ী ইউনিয়নে জমি নেই ও ঘর নেই প্রকল্পের অধীনে নির্মাণাধীন গৃহের কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি নির্মাণাধীন ঘরের কাজের সম্ভাব্যতা, টেকসই ও কাজের গুনগত মান দেখে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের ভূয়সী প্রশংসা করে উপকারভোগীদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন।
এ সময় সরকারি জমিতে সরকারি ঘর পেয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়েন নন্দীরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের ধীরেন্দ্র দাস। তিনি বলেন, জন্মের পর থেকেই আমরা বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছি। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই ঘরের জন্য বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীকে আশির্বাদ করছি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।
এমএম/আরআর-০৫