শায়েস্তাগঞ্জে চার বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি


জানুয়ারি ০৮, ২০২১
০৪:১০ পূর্বাহ্ন


আপডেট : জানুয়ারি ০৮, ২০২১
০৪:১০ পূর্বাহ্ন



শায়েস্তাগঞ্জে চার বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পুরানবাজার ও দাউদনগর বাজারে অভিযান চালিয়ে চারটি বেকারীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) এসব জরিমানা আদায় করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, অস্বাস্থ্য পরিবেশে খাবার প্রস্তুত, খাদ্যে ক্ষতিকর উপাদান মিশ্রণ, পূণ্যের মেয়াদোর্ত্তীণ ও বিএসটিআইএর অনুমোদন না থাকায় নিউ সুপার ফুড গার্ডেনকে ১০ হাজার, সুমাইয়া বেকারীকে ১৫ হাজার, গাউছেপাক বেকারীকে ১৫ হাজার ও আউলিয়া বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএ-০৭